ইরানে হিজাব খোলায় ২ বছর কারাদণ্ড
ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলায় এক নারীকে দু’বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে তার নামপ্রকাশ করা হয়নি।
সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি-দোলাতাবাদী বলছেন, আদালতের রায় অনুযায়ী তাকে (দণ্ডিত) তিন মাস প্যারোল ছাড়া কারাভোগ করতে হবে। বাকি ২১ মাস সময়কাল স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ওই নারীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, এবং তাকে একজন মনোবিজ্ঞানীকে দেখাতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে বেশ কিছু মহিলাকে এ ধরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের বেশির ভাগকেই কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় এক তরুণীর প্রকাশ্যে হিজাব খুলে ফেলে একটি লাঠির মাথায় উঁচিয়ে ধরার ছবি ব্যাপক প্রচার পায়। তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই সেদেশে নারীদের ইসলামী আইন অনুযায়ী চুল-ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক। সূত্র : বিবিসি
এমএমজেড/এমএস