পারভেজ মোশাররফকে গ্রেফতার ও সম্পত্তি জব্দের নির্দেশ
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা এক মামলায় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।
নয় মাস বিরতির পর বৃহস্পতিবার শুনানিতে এ আদেশ দেয়া হয়। একইসঙ্গে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনা কেন্দ্র করে পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
২০১৪ সালের মার্চে আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেন পারভেজ মোশাররফ। সেই দিনই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য পাকিস্তান ছাড়েনি তিনি।
সূত্র: জিওটিভি।
এনএফ/এমএস