ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মমতার হুঙ্কার : টার্গেট দিল্লির লালকেল্লা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৬ মার্চ ২০১৮

ত্রিপুরায় বামদুর্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গেরুয়া ঝড়ে বিধ্বস্ত রাজ্যের রাজনীতি। ওই বিজয়ের পরই বিজেপি হুঙ্কার দিয়েছিল ‘এবার বাংলা, পারলে সামলা’। এর জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, ‘আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা।’

সোমবার এক প্রশাসনিক জনসভায় সেই সুর আরও এক ধাপ চড়িয়ে মমতা বললেন, ‘ওদের টার্গেট নাকি বাংলা! আর বাংলা বলে, আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো, দিল্লি চলো। চলো, লালকেল্লা চলো।’

মমতা আরও বলেন, ‘আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগানে বিশ্বাস করি। তাই আগামী দিনে বাংলা দেশ জয় করবে। তার বদলে বাংলা নিজে কিছু নেবে না। সবার পাশে দাঁড়াবে। সবাইকে নিয়ে লড়াই করবে। সবাইকে নিয়ে দেখাবে, বাংলা যা পারে, আর কেউ পারে না।’

ত্রিপুরায় বিজেপি ঝরের পর আগামী বছরের লোকসভা ভোটে তাদের রুখতে নড়েচড়ে বসেছে আঞ্চলিক দলগুলো। এতে সামিল হতে চান মমতাও।

কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, ‘বাংলা নিজে কিছু নেবে না, সবার পাশে দাঁড়াবে’— এ কথা বলে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন যে, তিনি নেপথ্যে থেকেই কাজ করতে চান। প্রস্তাবিত জোটে কংগ্রেসকে এনে আগেই রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে যে মমতা নারাজ, তা-ও বলছেন তৃণমূল নেতারা।

এনএফ/জেআইএম

আরও পড়ুন