কায়রোর প্রথম নারী মিনিবাস চালক
ওম আবদুল্লাহ হচ্ছেন কায়রোর প্রথম নারী মিনিবাস চালক। তার মিনিবাসটি শুধু মাত্র মহিলা যাত্রীদের জন্যই। গত বছর তার স্বামী মারা যাবার পর থেকেই আবদুল্লাহ চালকের কাজ শুরু করেন। কিছু অর্থ আয় করাই ছিল তার উদ্দেশ্য।
তিনি বলেন, আমি দেখলাম আমার চলতে হলে তো কিছু করতে হবে। ছেলে-মেয়েদের বড় করতে হবে। তখন আমি গাড়ি চালানোর কথা ভাবলাম। গাড়ি চালানো একটা ভালো কাজ। আমি এই কাজটা পছন্দও করি।
তবে এর আগে তিনি কোনদিন মিনিবাস চালান নি। তিনি বলেন, আমি ওদের বলেছি আমি শিখতে চাই। কোন কাজ শেখা খুব বেশি কঠিন নয়। মিনিবাস হচ্ছে কায়রোর অন্যতম জনপ্রিয় একটি গণপরিবহন। সে কারণেই তিনি এই পেশার দিকেই ঝুকেছেন।
ওম আবদুল্লাহকে এই চাকরি দিয়েছেন মিনিবাস কোম্পানির প্রধান নির্বাহী ফাতিমা এবং তার স্বামী সায়েদ। তারা নিজেরাই একটি মিনিবাস কোম্পানির প্রতিষ্ঠাতা। ফাতিমা বলেন, ওম আবদুল্লাহ তার কাছে বেশ কয়েকবার এসেছিলেন চাকরি খোঁজে।
তিনি বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি করতে চান। তিনি বললেন আমি গাড়ি চালাতে চাই। কোম্পানিটি নারীদের কাজের জায়গায় বাচ্চাদেরও নিয়ে আসতে দেয়।
ফাতেমা জানান, আমি গর্ভবতী অবস্থাতেও কাজ করেছি। তার নবজাতক শিশুকে ডেস্কের পাশে রেখেই তিনি অফিসের কাজ করেন। ওম আবদুল্লাহকে কাজ দেবার ব্যাপারে কিছু পুরুষ চালক আপত্তিও তুলেছিলেন।
কেউ কেউ বলেন, এখন নারীরা কাজ করছে, আমাদের তো তাহলে বাড়িতে বসে থাকতে হবে। ফাতিমা বলেন, আমি তাদের বললাম, আপনারা যদি কাজ করতে না চান তাহলে নারীরাই করবে। তবে ধীরে ধীরে অবস্থাটা পাল্টাতে লাগলো।
ওম আবদুল্লাহ বলেন, এখন পুরুষ ড্রাইভাররা আমাকে তাদের সহকর্মী হিসেবেই দেখে এবং তারা খুশি। ওম আবদুল্লাহ যে মিনিবাস চালান তা শুধু নারী যাত্রীদের জন্যই। কারণ এটা যৌন হয়রানি রোধে কার্যকর। ওম আবদুল্লাহ আশা করছেন তার দৃষ্টান্ত দেখে ভবিষ্যতে আরো মেয়েরা চালকের কাজ করতে অনুপ্রাণিত হবে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?