বুরকিনা ফাসোয় হামলায় নিহত ৮
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুরে ফরাসী দূতাবাস ও সেনা সদর দফতরে বন্দুক হামলা চালানো হয়েছে।
হামলায় আট নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিহত হয়েছেন আট হামলাকারীও। এ ছাড়া বেসামরিক নাগরিকসহ হামলায় ৮০ জন আহত হয়েছেন।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইয়েভেস লে দ্রিয়ান বলেছেন, কোনো সন্দেহ নেই এটা সন্ত্রাসী হামলা ছিল।
স্থানীয় সময় শুক্রবারের এ হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়।
বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ত সাওয়াদোগো বলেছেন, এ ছাড়া একটি গাড়ি বোমা হামলাও চালানো হয়েছে। সেনা সদর দফতরে আয়োজিত একটি আঞ্চলিক সন্ত্রাসবিরোধী বৈঠক ওই হামলার লক্ষ্য হয়ে থাকতে পারে।
ওই হামলায় একটি কক্ষ ধসে পড়ার পর বৈঠকের ভেন্যু সরিয়ে নেয়া হয়।
ফরাসী দূতাবাসে হামলা হলেও এতে ফরাসী কোনো নাগরিকের আহত বা নিহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি।
গেল দুই বছরে ওয়াগাদুগুরে এটা বড় ধরনের তৃতীয় সন্ত্রাসী হামলা। আগের দুটি হামলার দায় স্বীকার করেছিল ইসলামি জঙ্গিরা।
সূত্র; বিবিসি।
এনএফ/এমএস