ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নতুন সতর্ক পদ্ধতি চালুর ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ১১:০৭ এএম, ২৩ জুলাই ২০১৫

সন্ত্রাসের হুমকি মোকাবেলায় নতুন সতর্ক পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে নতুন এ পদ্ধতি চালু করা হবে।

কারণ দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবটের ভাষায় অস্ট্রেলিয়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকির মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার দীর্ঘমেয়াদি এক কৌশলের পরিকল্পনা করেছে।

অ্যাবট আরো বলেন, অস্ট্রেলীয়রা বর্তমানে সর্বোচ্চ সন্ত্রাসী হুমকির মধ্যে রয়েছে। আর এ হুমকি বাস্তব এবং অব্যাহতভাবে বাড়ছে ও বিবর্তিত হচ্ছে।
তবে তিনি বলেন, আমাদের জনগণের পরিস্থিতি সামলে নেয়ার ক্ষমতা এবং সংযুক্ত থাকার প্রবণতা সহিংস চরমপন্থা প্রতিরোধের সর্বোচ্চ উপায়। প্রতিরোধ, প্রতিউত্তর ও উদ্ধার যে কোন বড়ো সন্ত্রাসী হামলা মোকাবেলায় আমাদের সবচেয়ে মহান সম্পদ।

নতুন এ পদ্ধতির আওতায় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে সন্ত্রাসের নতুন হুমকি নির্ধারণ করা হবে। হুমকির নতুন মাত্রাসমূহ হলো ‘নিশ্চিত’, ‘ আগাম ধারণা’, ‘সম্ভাব্য’ ও ‘আগাম ধারণার বাইরে ’। বর্তমান হুমকির মাত্রা ‘তীব্র, ‘সর্বোচ্চ’, ‘মধ্যম’ কিংবা ‘কম’।

সিডনিতে দেশটির আটটি রাজ্য ও আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে অ্যাবট বলেন, নতুন পদ্ধতির আওতায় হুমকির মাত্রার যে কোন পরিবর্তন অধিক তথ্যসহ বিবৃতির মাধ্যমে জনগণকে জানিয়ে দেয়া হবে। যেমন নতুন হুমকির মাত্রার ব্যাখ্যা, কোথা থেকে এ হুমকি আসছে, সম্ভাব্য লক্ষ্যবস্তু কি ইত্যাদি।

উল্লেখ্য, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের মতো গ্রুপের যোদ্ধাদের ক্রমবর্ধমান হারে যোগ দেয়ায় অস্ট্রেলিয়া সরকারের উদ্বেগ দিন দিনই বাড়ছে। কারণ ইতোমধ্যে অস্ট্রেলিয়ার ১২০ নাগরিক ওই এলাকায় রয়েছে এবং ১৬০ জন সক্রিয়ভাবে ওই্সব চরমপন্থীদের সহায়তা করছে।

এসএইচএস/এমআরআই