ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ওয়ালমার্টের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০১ মার্চ ২০১৮

২১ বছরের কম বয়সীদের কাছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ বিক্রি বন্ধ করল ওয়ালমার্ট। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়ে ওয়ালমার্টের তরফ থেকে বলা হয়েছে, তাদের ওয়েবসাইট থেকে অ্যাসল্ট-রাইফেলের মতো আগ্নেয়াস্ত্রের যাবতীয় বিজ্ঞাপন এবং ছবিও সরিয়ে দেওয়া হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্ট।

ফ্লোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুক দিয়ে হামলা চালিয়ে গণহত্যার ঘটনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খুব শিগগিরি এই বদল আনা হবে ওয়ালমার্টের বিভিন্ন স্টোরেও। বুধবারই একটি ক্রীড়া বিপণি ডিকস স্পোর্টিং গুডসও একই নির্দেশিকা জারি করে বলেছে, ২১ বছরের কম বয়সীদের তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করবে না।

তবে ওই বিপণিটি কার্তুজ এবং গোলাবারুদ না বিক্রি কথা উল্লেখ করেনি। ডিকস-এর প্রধান নির্বাহী সরকারের কাছে আরও কড়া অস্ত্র আইন তৈরির আবেদন করেছেন। মারজোরি স্কুলকাণ্ডে আততায়ী এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল। ওয়ালমার্ট বলছে, আগ্নেয়াস্ত্র বিক্রির দায় নিতে হবে তাদের নিজেদেরও। সেজন্যই এই পদক্ষেপ করছে তারা। প্রসঙ্গত ২০১৫ সালে এআর-১৫ রাইফেল বিক্রি বন্ধ করে দিয়েছিল ওয়ালমার্ট।

টিটিএন/পিআর

আরও পড়ুন