ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘কেরালার জাকির নায়েক’ আটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের কেরালার ইসলাম ধর্ম প্রচারক এম এম আকবরকে আটক করেছে দেশটির পুলিশ। ইসলাম নিয়ে কট্টর ব্যাখ্যা এবং বাকপটুতার কারণে স্থানীয় গণমাধ্যমে প্রায়ই তাকে ‘কেরালার জাকির নায়েক’ বলে অভিহিত করা হয়।

তবে আকবরের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় ঠিক কোন অভিযোগে তাকে আটক করা হলো তা এখনও স্পষ্ট হয়নি।

অস্ট্রেলিয়া থেকে হায়দরাবাদ হয়ে কাতার যাওয়ার পথে কাতারগামী বিমানে ওঠার আগেই তাকে আটক করা হয়।

এম এম আকবর কেরালায় পিস ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলের প্রতিষ্ঠাতা। কেরালার বিভিন্ন শহরে স্কুলটির ১২টির মতো শাখা রয়েছে।

রাজ্য থেকে ২১টি মুসলিম পরিবারের সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিতে যাওয়ার খবর আসার পর এম এম আকবরের প্রতিষ্ঠান পিস স্কুলের ওপর নজর রাখছিল গোয়েন্দারা। কারণ, খবর ছিল পালিয়ে যাওয়া পরিবারগুলোর অনেক সদস্যের সঙ্গে পিস স্কুলের যোগাযোগ ছিল।

এম এম আকবর চলতি বছরের জানুয়ারি থেকে লোকচক্ষুর অন্তরালে ছিলেন। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ওই মাসেই তার প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা।

এনএফ/জেআইএম

আরও পড়ুন