ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়া ও ক্যামেরুনে পৃথক বোমা হামলায় নিহত ৪০

প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৩ জুলাই ২০১৫

নাইজেরিয়ায় দুইটি বাস স্টেশন ও ক্যামেরুনে পৃথক সিরিজ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তরপূর্ব গোমবে শহরের দুইটি বাসস্ট্যান্ডে হামলা চালানো হয়। বুধবার সন্ধার দিকে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোমবে শহরে দাদিন কোয়া বাসস্যান্ডে প্রথম হামলা চালানো হয়। এর প্রায় ২০ মিনিট পরে দুক্কু এলাকার বাস স্টেশনে দ্বিতীয় হামলাটি চালানো হয়। দুইটি হামলায় বহু লোক হতাহত হয়।

রেডক্রসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে  জানান, বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছে।  এছাড়া, পাশের দেশ ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। গত সপ্তাহে গোম্বে শহরের একটি মার্কেটে বোমা হামলায় ৪৯ জন নিহত হয়। নাইজেরিয়ার জঙ্গী সংগঠন বোকো হারাম এ হামলার দায় স্বীকার করেছিল। তবে গতকালের এ বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এসআইএস/পিআর