জার্মানির কারাগারে বন্দী ১৫০ উগ্র ইসলামপন্থী
জার্মানির বিভিন্ন কারাগারে এমন ১৫০ ইসলামপন্থী আটক রয়েছে যাদের বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। কারণ তারা হয় দণ্ডপ্রাপ্ত আসামি, নয় তো তাদের বিরুদ্ধে সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তদন্তাধীন।
এ ছাড়া উগ্র ইসলামি মতবাদের প্রতি সহানুভূতিশীল বা প্রত্যক্ষভাবে মদতকারী কিছু ব্যক্তিও জেলে আটক রয়েছে।
‘ডি ভেল্ট’ পত্রিকায় প্রকাশিত জার্মান ফেডারেল অপরাধ দফতর বিকেএ-র পরিসংখ্যানের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এসব জানিয়েছে ডয়চে ভেলে।
এদিকে সামনের দিনগুলোতে হেসে রাজ্যের আইনমন্ত্রী ও সিডিইউ নেতা এফা ক্যুহনে-হ্যোরমান এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন। এটিকে সন্ত্রাস প্রতিরোধ কর্মসূচির জন্য একটা বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।
তিনি বলেন যে, চরমপন্থিদের পুনরায় সমাজে অন্তর্ভুক্ত হতে সাহায্য করার জন্য কারাগারগুলোকে ব্যবহার করা না হলে, উগ্র ইসলামপন্থি ও যাদের জার্মানিতে থাকার আশা নেই, এমন সব ব্যক্তিদের অপরিবর্তিত মনোভাব নিয়ে জনজীবনে ফিরিয়ে দিতে হতে পারে।
এনএফ/পিআর