ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউনিসেফ ছাড়লেন জাস্টিন ফরসিথ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

নিজের কোনো অতীতের জন্য সংস্থার যেন ক্ষতি না হয়- এমন যুক্ত দেখিয়ে ইউনিসেফ থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ফরসিথ; যিনি একসময় সেভ দ্য চিলড্রেনেও প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন।

চাকরি ছাড়ার আগে সংস্থার নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল জাস্টিনের বিরুদ্ধে।

অভিযোগ ছিল, তিনি নারী সহকর্মীদের অশোভন মেসেজ দিতেন। এছাড়া তাদরে পোশাক নিয়েও কথা বলতেন তিনি।

অবশ্য অভিযোগ ওঠার জাস্টিন তাদের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলেছিলেন।

জাস্টিন ফোরসিথ ইউনিসেফের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

জাস্টিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কোনো নারী সহকর্মীকে দেখতে কেমন লাগছিল, তারা কী পরেছিল, এ সময় তার কেমন লাগছিল- এসব উল্লেখ করে অশোভন মেসেজ দিতেন। ওই নারীরা যদি এসএমএসের জবাব না দিতেন তখন তিনি ই-মেইলে তাদের জিজ্ঞাসা করতেন- তারা এসএমএস পেয়েছেন কি না। এতেও কাজ না হলে তিনি তাদের ডেকে পাঠাতেন।

সূত্র: বিবিসি।

এনএফ/পিআর

আরও পড়ুন