নতুন করে ৪৭ লক্ষ ব্যারেল তেল উৎপাদনের পরিকল্পনা ইরানের
পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেলের বাজার পুনরুদ্ধার করতে সচেষ্ট হয়েছে ইরান। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতেও নানা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে দেশটি।
খুব শিগগিরই ৪৭ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করবে ইরান৷মঙ্গলবার এমনই কথা জানান ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। এছাড়াও আগামী মাসেই তেল সরবারহ করার ক্ষেত্রে আরো বেশ কয়েকটি নতুন দেশের সঙ্গে চুক্তি হবে বলে জানান তিনি।
মঙ্গলবার ইরান সফররত জার্মান একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ফের তিনি এ কথা জানান। জার্মানির এই শিল্পপতি ও ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব আছেন দেশের অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল।
এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন জার্মানির গ্যাস ও ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিন্ডে এবং ইউরোপের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিমেন্সের আরো কয়েকজন কর্তা। জাঙ্গানেহ বলেন, “ইরান এখন বিশ্বের সবেচেয়ে বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবারহকারী দেশ৷ তাই বিশ্ব জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের বিশেষ ভূমিকা রয়েছে।
এসএইচএস/আরআই