ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাজায় হাসপাতালে আটকে আছে ৫০০ অপারেশন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

গাজায় প্রায় ৫শ’ সার্জারি আটকে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার সব হাসপাতালে স্বাস্থ্যবিধি পরিষেবা স্থগিত করায় প্রায় ৫শ’ অপারেশন আটকে আছে। খবর মিডল ইস্ট মনিটর।

এক সংবাদ সম্মেলনে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসরাফ কেদরা জানিয়েছেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্যবিধি পরিষেবা স্থগিত থাকায় এবং নিরাপদ স্বাস্থ্য পরিবেশের অভাবে চতুর্থদিনের মতো চিকিৎসা সেবা বন্ধ হয়ে আছে। ফলে বহু রোগী চিকিৎসা সঙ্কটে রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য স্বাস্থ্যবিধি পরিষেবা স্থগিত থাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দন্ত চিকিৎসা এবং লেবরেটরির বিভিন্ন পরীক্ষাও আটকে আছে। সেখানে প্রাথমিক সেবাও ব্যাহত হচ্ছে।

গাজায় যেসব কোম্পানি বিভিন্ন স্বাস্থ্য সেবা সরঞ্জামাদি সরবরাহ করে থাকে তারা সেখানে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। কারণ দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালগুলো তাদের বিল পরিশোধ করছে না।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন