টাকা হারানোর ভয়ে এক্স-রে মেশিনে ঢুকে পড়লেন নারী
চীনের গুয়াংদংয়ের দংগুয়ানের একটি রেলস্টেশনে এক্স-রে মেশিনের মাধ্যমে যাত্রীদের লাগেজ তল্লাশিতে নিজের ব্যাগ ছাড়তে না চেয়ে আলোচনায় এসেছেন এক নারী।
পিয়ার ভিডিওর সূত্র দিয়ে চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই রেলস্টেশনের নিরাপত্তায় নিয়োজিতরা অবাক হয়ে যান যখন তারা তাদের এক্স-রে মেশিনের ডিসপ্লেতে একজন নারীর ছবি দেখতে পান।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাগের ভেতরে কী আছে তা দেখার জন্য ওই নারীর সঙ্গে থাকা হাতব্যাগটি এক্স-রে মেশিনে দিতে বলা হয়। তবে ওই ব্যাগে থাকা টাকা হারানোর ভয়ে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ব্যাগের সঙ্গে তিনিও এক্স-রে মেশিনে উঠে পড়েন।
একটি ভিডিওতে ওই নারীকে মেশিনের ভেতরে ও বেল্ট থেকে নামতে দেখা যাচ্ছে।
দু’টি এক্স-রে ছবিতে ওই নারীর হাঁটু গেড়ে বসে থাকার অবয়বও দেখা যাচ্ছে।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।
এনএফ/আরআইপি