২০ বছর পর ক্ষমা চাইলেন তিনি
২০ বছর পর ক্ষমা চাইলেন ফ্লোরিডার এক নারী। ১৯৯৮ সালে জ্যাকসনভিলে হাসপাতাল থেকে এক নবজাতককে অপহরণের ঘটনায় সোমবার ক্ষমা চেয়েছেন তিনি। ওই নারীকে ২০ বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দিতে পারে আদালত। খবর রয়টার্স।
গ্লোরিয়া উইলিয়ামস নামের ওই নারীকে গত বছরের জানুয়ারিতে আটক করা হয়। তিনি কামিয়াহ মোবলে নামের এক শিশুকে অপহরণ করেছিলেন। তবে ওই শিশুর কোনো ক্ষতি করেননি তিনি।
উইলিয়ামের বয়স এখন ৫২ বছর। তিনি মোবলেকে নিজের সন্তানের মতই মানুষ করেছেন। আর শিশুটির নাম পরিবর্তন করে তিনি রেখেছিলেন অ্যালেক্সিস ম্যানিগো। ওই নামেই শিশুটি বেড়ে উঠেছে। শিশুদের নিজের বাবা-মায়ের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে।
একটি টেলিভিশনের দেয়া সাক্ষাতকারে মোবলে জানিয়েছেন, তিনি আশা করবেন যে, উইলিয়ামের সাজা যেন ১০ বছরের কম হয়। আদালতে সাক্ষ্য প্রমাণের সময় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান উইলিয়াম। বিচারে অপরাধ প্রমাণিত হলে উইলিয়ামকে আজীবন মেয়াদী সাজাও দেয়া হতে পারে। ১৯৯৮ সালে নার্সের পোশাক পড়ে মায়ের সঙ্গে থাকা মোবলেকে অপহরণ করে নিয়ে যান উইলিয়াম।
টিটিএন/এমএস