ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত সফর করছেন ইরানের প্রেসিডেন্ট হাসানি রুহানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

তিনদিনের সফরে আগামী বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সফরে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া দু’দেশের বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রুহানি এ সফর করছেন। গত বছর মোদির পক্ষে ভারতের সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গাদকারি প্রেসিডেন্ট রুহানিকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। ওই সময় রুহানির শপথ অনুষ্ঠানে যোগ দেন নিতিন গাদকারি।

২০১৬ সালের মার্চ মাস থেকে ইরান ও ভারতের মধ্যে তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ বেড়ে ৪৭৪ কোটি ডলারে পৌঁছেছে। এর আগের বছরের একই সময়ের চেয়ে বাণিজ্য বাড়ার পরিমাণ ৪.১৭ ভাগ বেশি। ইরান হচ্ছে ভারতের তৃতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ।

একই বছরের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ইরান থেকে এক কোটি ২৫ লাখ টন অপরশোধিত তেল কিনেছে ভারত।

প্রেসিডেন্ট রুহানির সফর সম্পর্কে ভারতীয় দৈনিক ‘দি হিন্দু বিজনেস লাইন’ বলেছে, ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত দিল্লি। এ সফরে দু’দেশের মধ্যে সম্পর্ক বাড়বে।

এসআইএস/এমএস

আরও পড়ুন