ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ার দামেস্ক শহরের বাইরে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় প্রায় ২৩ বেসামরিক নিহত হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে সোমবার কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ২৩ বেসামরিক নিহত হয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। সিরীয় বাহিনী এবং তাদের জোট রুশ বাহিনী এসব হামলা চালিয়েছে।

এএফপির খবরে জানানো হয়েছে, বেইত সাওয়া শহরের একটি বাজারে বিমান হামলার ঘটনায় নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। অপরদিকে, হাজ্জেহ শহরে বিমান হামলার ঘটনায় এক শিশুসহ ছয় বেসামরিক নিহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রাচীন দামেস্ক শহরে সরকারি বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় এক নারী নিহত হয়েছে এবং আরও তিন বেসামরিক আহত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘাতের কারণে সিরিয়ার বিভিন্ন এলাকায় বহু মানুষ আটকা পড়েছে। প্রায় ৪ লাখ বাসিন্দার জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রয়োজন।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন