ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে পথচারীদের ওপর ভ্যান, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

চীনের কেন্দ্রীয় সাংহাই শহরে পথচারীদের ওপর ভ্যানের ধাক্কায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, একটি ক্যাফের বাইরে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। সাংহাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পিপলস স্কয়ারে একটি ভ্যান পথচারীদের ধাক্কা দিলে ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর।

ভ্যানটিতে আগুন ধরে গিয়েছিল বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। তবে আগুন কি দুর্ঘটনার আগে লেগেছে নাকি পরে লেগেছে তা নিশ্চিত করে বলা হয়নি। সাংহায় ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য পেপার জানিয়েছে, একটি মিনিভ্যান দুর্ঘটনা কবলিত হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন