ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আনুষ্ঠানিক ভাবে চালু হলো কিউবা-যুক্তরাষ্ট্র দূতাবাস

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২০ জুলাই ২০১৫

দীর্ঘ দিনের স্নায়ু যুদ্ধের অবসান ঘটিয়ে কিউবা ও যুক্তরাষ্ট্র আবারো কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। ১৯৬১ সালের পর সব ধরণের বিতর্কের অবসান ঘটিয়ে সোমবার রাত ১২টা এক মিনিটে দুদেশের রাজধানীতে আনুষ্ঠানিক ভাবে দূতাবাস চালু করা হয়।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রোনো রদ্রিগেজ ওয়াশিংটনস্থ দেশটির দূতাবাসের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে আইল্যান্ড অঙ্গরাজ্যের রান টেলিভিশন।

কিউবান কূটনীতিকদের একটি প্রতিনিধিদলও শিল্পীসহ গুরুত্বপূর্ণ প্রায় ৫`শলোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামা সমঝোতার ব্যাপারে একটি বিবৃতি দেন ।

বিবৃতিতে তিনি বলেন, এটি তার মেয়াদ কালের বৈদেশিক নীতির ক্ষেত্রে অন্যতম বড় অর্জন।

উল্লেখ্য, ১৯৮২ সালে প্রথম কিউবাকে সন্ত্রাসবাদে মদদদাতা দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র। দেশটি বিভিন্ন সংগঠনকে সশস্ত্র বিপ্লবে উদ্বুদ্ধ করতে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র মনে করে, কিউবা অনেকদিন ধরে কলোম্বিয়ার ফার্ক বিদ্রোহী ও লাতিন আমেরিকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদী দল ইটিএ এর সদস্যদের নিরাপদ ছিল।

যুক্তরাষ্ট্রের তৈরি সন্ত্রাসবাদে মদদদাতা দেশগুলোর তালিকায় সিরিয়া, ইরান, সুদানের মতো দেশের নামও রয়েছে।

এসকেডি/এমএস