ইদলিবে রাশিয়ার বিমান হামলায় নিহত ৩৩
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। সোমবার এসব হামলা চালানো হয়।
নিহতদের মধ্যে অধিকাংশই সারাকিদ শহরের। সরকার অধ্যুষিত আলেপ্পো শহরের প্রধান হাইওয়ের পাশে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় আবু আল দুহুর সেনা ঘাঁটি থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই শহরটি। ওই এলাকাটি জঙ্গিদের হাত থেকে পুণর্দখল করেছে সরকার বাহিনী এবং তাদের জোট মিলিশিয়া বাহিনী।
বেসামরিক প্রতিরোধ ব্যবস্থা হোয়াইট হেলমেটের প্রধান মুস্তফা আল হাজ ইউসেফ জানিয়েছেন, কয়েক দফা বিমান হামলায় ৩৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। সারাদিক শহরের উত্তরাঞ্চলীয় একটি সবজির বাজারে মঙ্গলবার সকাল ছয়টায় ওই হামলা চালানো হয়েছে।
টেলিফোনে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, প্রথম হামলার পর যে হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা কর্মীরা আহত হন। হামলার কারণে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। ২০১৫ সাল থেকেই ইদলিব এবং এর আশেপাশের এলাকা বিরোধী গ্রুপগুলোর নিয়ন্ত্রণে চলে যায়।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার