শরণার্থীদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক ঘোষণায় জানানো হয়েছে, উচ্চ ঝুঁকি সম্পন্ন যে ১১টি দেশের শরণার্থীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর এনডিটিভি।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কঠোর নিরাপত্তা বেস্টনি পাড়ি দিতে হবে। আগের মতো সহজ প্রক্রিয়াতে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
তবে নতুন ১১টি দেশের নাম উল্লেখ করা না হলেও ধারণা করা হচ্ছে এর মধ্যে ১০টি দেশই মুসলিম দেশ এবং একটি হচ্ছে উত্তর কোরিয়া।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিসজেন নেইলসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কারা প্রবেশ করছেন তা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে খারাপ লোকজন আমাদের শরণার্থী কর্মসূচি নষ্ট করতে পারবে না। এটা তাদের জন্য কঠিন হবে। আমরা আমাদের দেশকে রক্ষার জন্য আরও বেশি কিছু করছি সেটা তারা নিশ্চিত হবে।
গত অক্টোবরে ১১টি দেশের শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আনে ট্রাম্প প্রশাসন। প্রাতিষ্ঠানিকভাবে দেশগুলোর নাম উল্লেখ করা না হলেও শরণার্থী সংগঠনগুলো বলছে, মিসর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞায় অন্তর্ভূক্ত থাকতে পারে।
এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা ১১টি দেশের মুসলিমদের টার্গেট করে করা হয়নি। তিনি বলেন, আমাদের প্রশাসন ধর্মীয় বিষয়গুলোকে টার্গেট করছে না।
এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পরই শরণার্থীদের ওপর কঠোর নীতি গ্রহণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার