ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এডেনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

ইয়েমেনের উপকূলীয় শহর এডেনে সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩০ জনের বেশি মানুষ। ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন জোগাচ্ছে সৌদি আরব আর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর আল জাজিরা।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং আরও আটজন নিহত হয়েছে রোববার। এর আগে দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী দল সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এডেন শহরের বেশ কিছু সরকারি ভবন দখল করে নেয়। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে পৃথকীকরণের দাবি জানাচ্ছে।

এডেনের স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানিয়েছেন, এডেনের খোরমাকসার এবং দের সাদ জেলায় সারাদিন দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গোলাগুলির কারণে রাস্তা-ঘাট ফাকা হয়ে গেছে। সেখানকার বিভিন্ন দোকান-পাট এবং স্কুল বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে, আন্তর্জাতিক সহায়তা সংস্থা অক্সফাম জানিয়েছে, সহিংসতার কারণে তারা তাদের এডেনের কার্যালয় বন্ধ রেখেছে।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন