ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে ২ কোটির বেশি মেয়ের জন্ম ‘অপ্রত্যাশিত’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৮

মেয়ে যেন না হয়, ছেলে সন্তান হোক- বাবা-মায়ের এমন ইচ্ছার কারণে ভারতের প্র্রায় ২.১ কোটি মেয়েকে ‘অপ্রত্যাশিত’ বলা হয়েছে একটি সরকারি প্রতিবেদনে।

দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে সন্তান না হওয়া পর্যন্ত অনেক দম্পতি সন্তান নিতেই থাকেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এটা লিঙ্গভিত্তিক গর্ভপাতেরই কৌশলী রুপ।

ভারতের ভ্রুণের লিঙ্গ পরীক্ষা অবৈধ। তারপরও সেখানে এ কাজটি অহরহই হয়ে থাকে ও এর কারণে গর্ভপাতও ঘটে।

ছেলে সন্তান চাওয়ার এই প্রবণতা থেকে ভারতের একটি পত্রিকা একবার ছেলে সন্তান লাভের টিপস প্রকাশ করেছিল। পশ্চিম দিকে মুখ করে শোয়াসহ ওই প্রতিবেদনে সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দিনে স্বামী-স্ত্রীকে মিলিতে হওয়ার কথাও বলা হয়েছিল।

ছেলে সন্তান চাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি পাঞ্জাব ও হরিয়ানাতে, সবচেয়ে কম মেঘালয়ে।

সূত্র: বিবিসি।

এনএফ/জেআইএম

আরও পড়ুন