সৌদিতে ৪ শতাধিক আইএস সদস্য আটক
চলতি বছরে ইসলামিক স্টেট (আইএস) এর ৪৩০ জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। খবর বিবিসির।
সৌদি প্রশাসনের বরাত দিয়ে বিবিসি জানায়, চলতি বছরের প্রথম দিক থেকে চালানো বিভিন্ন অভিযানে এদের আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, তবে ইয়েমেন, সিরিয়া সহ আর ছয়টি দেশের নাগরিকরাও এদের মধ্যে আছে।
সৌদি সরকারের এক মুখপাত্র জানান, এরা নিরাপত্তা বাহিনী, বিদেশী দূতাবাস, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল, সেসব ভণ্ডুল করে দেয়া হয়েছে।
এ দিকে, সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে জোট এখন বিমান হামলা চালাচ্ছে, সৌদি আরবও সেই জোটের অংশ। ইসলামিক স্টেটকে সৌদিরা তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি বলে গণ্য করে।
গত এপ্রিল মাসে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার এক পরিকল্পনা সৌদি আরব নস্যাৎ করে দিয়েছিল, তখন ৯৩ জন আইএস জঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল।
এসকেডি/এমএস