ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্তান পালনে ৭৩১ দিন ছুটি নারী কর্মচারীদের : মমতা

প্রকাশিত: ১০:৩১ এএম, ১৮ জুলাই ২০১৫

ভারতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মচারী সন্তান লালন পালনের জন্য ৭৩১ দিন ছুটি পাবেন বলে জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক সভা শেষে  সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মমতা বলেন, নারী কর্মচারীরা তাদের চাকরির মেয়াদকালে সন্তানের ১৮ বছর পর্যন্ত এই ছুটি নিতে পারবেন।

মমতা জানান, পৌরসভা, পঞ্চায়েত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,নিম্ন সরকারের অধীনে থাকা নারী এই ছুটি উপভোগ করতে পারবেন। এতে প্রায় এক লাখ মহিলা উপকৃত হবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ছুটির কারণে যাতে কর্মস্থলে কোনো অসুবিধে না হয়। কিংবা শিক্ষাঙ্গনে পড়াশোনায় কোনো অসুবিধা না হয়।একসঙ্গে যাতে সব নারী কর্মী ছুটি না নেন সেদিকে নজর রাখতে হবে।

মুখ্যমন্ত্রী বেসরকারি সংস্থাগুলোর আবেদন করে বলেন, বেসরকারি সংস্থাগুলো যাতে এই সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা করে। কারণ বেসরকারি সংস্থার ওপর তো কোনওকিছু চাপিয়ে দেওয়া যায় না।

প্রসঙ্গত, ১৫ জুলাই বর্ধমানে শততম প্রশাসনিক বৈঠকের পর তিনি শিক্ষিকাদের জন্য এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে সরকারি নারী কর্মীরা বছর তিনেক ধরে এই সুবিধা পাচ্ছেন।

এসকেডি/এমএস