ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সঙ্কটপূর্ণ এলাকায় অস্ত্র রফতানি বাড়িয়েছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

সাবির্কভাবে অস্ত্র রফতানি কমিয়েছে জার্মানি। তবে বাড়িয়েছে সংকটপূর্ণ এলাকায়। জার্মানির অস্ত্র রফতানির নতুন এ তথ্য সামনে আসার পর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দেশটিতে সরকার গড়ার উদ্যোগের মধ্যে নতুন এ তথ্য সামনে আসায় বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে। এসপিডি দল নীতিগতভাবে অস্ত্র রফতানি কমিয়ে আনার পক্ষে। অবশ্য নতুন মহাজোট সরকার গঠনের আলোচনায় আগে থেকেই একটা ঐকমত্যে পৌঁছেছে এসপিডি ও ইউনিয়ন শিবির। তবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এর আগে ইয়েমেন যুদ্ধে জড়িত সব দেশে জার্মানির অস্ত্র রফতানি বন্ধ করতে সমর্থ হয়েছিল এসপিডি।

এরপরও ২০১৭ সালে জার্মানি যেসব দেশে অস্ত্র রফতানি করেছে তার মধ্যে শীর্ষ দশে রয়েছে মিশর, সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের নাম।

এরমধ্যে সৌদি ইয়েমেন যুদ্ধে জড়িত থাকার কারণে সেখানে অস্ত্র রফতানি খুবই বিতর্কিত একটা বিষয়।

সূত্র: ডয়েচে ভেলে।

এনএফ/পিআর

আরও পড়ুন