ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

একই দিনে ৯/১১ এর তিন প্রত্যক্ষদর্শীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

নাইন-ইলেভেন হামলা ঘটনার তিন প্রত্যক্ষদর্শীর একই দিনে মৃত্যু হয়েছে। ক্যান্সারে আক্রান্ত ওই তিনজন সোমবার কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান। তারা হলেন- লেফটেন্যান্ট হাওয়ার্ড বিচফ (৫৮), রবার্ট লিভার (৫৬) ও ড্যানিয়েল হেগলান্ড (৫৮)।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বর্বর হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর পরই দুর্গত মানুষদের উদ্ধারে প্রথম এগিয়ে গিয়েছিলেন অগ্নিনির্বাপক কর্মীরা।

ঘটনার দিন অন্তত ৩৪৩ জন অগ্নিনির্বাপককর্মী নিহত হন। পরে আহতদের মধ্যে মারা যান ৮৯ জন। আর সোমবার একই দিনে মারা গেলেন তিনজন। নারকীয় ওই হামলায় তিন হাজারের বেশি লোক নিহত হন।

নাইন-ইলেভেনের হামলার পর উদ্ধার হওয়া কয়েক হাজার লোক ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু আজ পর্যন্ত চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি ওই হামলার সঙ্গে ক্যান্সারের কী সম্পর্ক।

ওই দিন গ্রাউন্ড জিরোতে যারা দায়িত্ব পালন করছিলেন, তাদের অন্তত এক হাজার লোক ধ্বংসাবশেষ থেকে নিঃসৃত বিষাক্ত ধূলিকণায় অসুস্থ হয়ে মারা যান। সূত্র : বিবিসি