ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে ঈদ উদযাপনের সময় আত্মঘাতী হামলায় নিহত শতাধিক

প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৮ জুলাই ২০১৫

ইরাকে ঈদ উদযাপনের সময় ব্যস্ততম একটি মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টাস।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়,  শুক্রবার রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ ঘটনাটি ঘটে।

রয়টার্স জানায়, ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএস জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

হামলার পর ঈদুল ফিতরের উৎসব বাতিল করে তিন দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে মেজর আহমেদ আল-তামিমি বলেন, ‘হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মানুষ সবজির বাক্সে করে শিশুদের দেহের খণ্ড খণ্ড টুকরা সংগ্রহ করছেন। ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এখনও নিহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।’বর্তমানে ইরাকের উত্তর ও পশ্চিম অংশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে আইএস জঙ্গিরা।

গত বছর দিয়ালা প্রদেশের একটি বড় অংশ দখলে নেয় আইএস। নিরাপত্তা বাহিনী ও শিয়া আধাসামরিক বাহিনী এ বছরের শুরুর দিকে তাদের হটিয়ে প্রদেশটির নিয়ন্ত্রণ নিলেও জঙ্গিরা এখনও সেখানে সক্রিয় রয়েছে।

এসকেডি/এমএস