এক বছরে ২৯ হাজারের বেশি হত্যাকাণ্ড মেক্সিকোতে
এক বছরে মেক্সিকোতে ২৯ হাজারের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত কয়েক দশকে এটাই সর্বোচ্চ সংখ্যা।
একটি সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০১৭ সালে দেশটিতে ২৯ হাজার ১৬৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান।
গত কয়েক বছর ধরেই সহিংসতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সরকার। দেশ থেকে মাদক চোরাচালান এবং অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদক গ্যাংয়ের বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
২০১১ সাল থেকেই মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বন্দি বিনিময়ের চুক্তি নিয়েও কর্তৃপক্ষকে বার বার হিমসিম খেতে হচ্ছে। তবে ২০১৭ সালেই সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১১ সালে ২৭ হাজার ২১৩ জন নিহত হয়।
রোববার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই পরিসংখ্যান তুলে ধরা হয়। আসন্ন জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে এসব সহিংসতাকে প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার মেক্সিকোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওই অভিযোগ অস্বীকার করেছে মেক্সিকো।
টিটিএন/জেআইএম