ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০০ এএম, ২১ জানুয়ারি ২০১৮

ভারতের উত্তর দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দেশটির ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে আগুন আরো ছড়িয়ে পড়তে থাকে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় আরো ১০টি ফায়ার সার্ভিসের ইউনিট।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, কারখানার ভেতর প্লাস্টিক এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটি তিনতলা। ভেতরে প্লাস্টিকের মতো দাহ্য পদার্থে ঠাসা ছিল। ফলে আগুন ভয়াবহ আকার নিয়েছে। রাত ১১টা পর্যন্ত একতলায় তিনজনের, দোতলায় ১৩ জন এবং কারখানার বেসমেন্ট থেকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কারখানার ভেতর এখনো নারীসহ বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।

সূত্র : আনন্দবাজার

জেডএ

আরও পড়ুন