পাকিস্তানের ওপর চাপ বাড়াবে জাতিসংঘ
পাকিস্তান যেন তাদের আচরণ পরিবর্তন করে সেজন্য তাদের ওপর অবশ্যই চাপ বাড়াতে থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন। খবর এনডিটিভি।
আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিদর্শনের পর সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন নিকি হ্যালি। তিনি বলেন, পাকিস্তানের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের ১৫ সদস্য দেশের কাছে আহ্বান জানিয়েছে আফগানিস্তান।
নিকি হ্যালি আরও বলেন, নিজেদের আচরণ পরিবর্তন করতে এবং আলোচনার টেবিলে বসতে পাকিস্তানের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে তারা।
চলতি মাসের শুরুতে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা স্থগিত করেছে। পাকিস্তান নিজেদের মাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদকে আশ্রয় দিয়েছে এবং তাদের সহায়তা দিচ্ছে এমন অভিযোগ এনে তাদের সহায়তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা