ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আটক ৩৭০০
অর্থনৈতিক দুরবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ও দুর্নীতির বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভে অংশ নেয় ইরানের সরকারবিরোধীরা। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদ থেকেই বিক্ষোভ শুরু হয়। পরে তা ইরানের আরও অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরা।
বিক্ষোভ থামাতে ব্যাপক ধরপাকড় শুরু করে সরকার। ইরানের এক পার্লামেন্ট সদস্য জানিয়েছে, এ পর্যন্ত বিভিন্ন শহর থেকে প্রায় ৩ হাজার ৭শ’ জনকে আটক করা হয়েছে।
তেহরানের এমপি মাহমুদ সাদেঘি সরকারিভাবে আটক হওয়াদের সংখ্যা নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইসিএএনএর খবরে বলা হয়েছে, এর আগের সব হিসাবের চেয়ে এ সংখ্যা অনেক বেশি।
সাদেঘি এক বিবৃতিতে বলেন, কিছু নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা বিক্ষোভকারীদের আটক করেছে। তাই সঠিক সংখ্যা বের করাটা বেশ কঠিন। ডিসেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথম সপ্তাহেই ১ হাজার জনকে আটক করা হয়। বিক্ষোভে অংশ নিয়ে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন।
৮০টির বেশি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুর্নীতি এবং বেকার সমস্যার সমাধানে বিক্ষোভে অংশ নিয়েছেন বহু তরুণ এবং পেশাজীবী মানুষ।
টিটিএন/আরআইপি