ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিদ্রোহীদের হাত থেকে সামরিক ঘাঁটি পুণর্দখল করেছে সিরীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

বিদ্রোহী বাহিনীর হাত থেকে রাজধানী দামেস্কের একটি সামরিক ঘাঁটি পুণর্দখল করেছে সিরীয় বাহিনী। দেশটিতে নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

রোববার পূর্বাঞ্চলীয় ঘৌটা জেলার হারাসতা শহরের একটি রাস্তা খুলতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। ওই এলাকার বেশ কিছু ভবনে প্রায় ২শ সেনাকে আটকে রাখা হয়েছিল। তাদের মুক্ত করা হয়েছে।

ডিসেম্বরের ৩১ তারিখে ওই এলাকা দখলে নেয় বিদ্রোহী আহরার আল সাম এবং আল রাহমান গ্রুপ। পরে ওই এলাকায় নিয়ন্ত্রণ বাড়ায় সরকার বিরোধী বাহিনী। বিদ্রোহীরা ওই এলাকার দখল নেয়ার পর সরকারপন্থি এবং বিদ্রোহী বাহিনীর প্রায় ১৬০ জন নিহত হয়েছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন