মুসলিমদের প্রতিবাদে আগের রঙে ফিরল হজ হাউস
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে হজ হাউসের দেয়ালে গেরুয়া রঙ করে প্রবল সমালোচনার মুখে পড়া যোগী সরকার শেষ পর্যন্ত ওই হাউসের পুরনো রঙ ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে।
গত শুক্রবার হজ হাউসের বাউন্ডারি ওয়াল গেরুয়া রঙ করে দেয়া হয়। বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাজ্যের মুসলমানরা। এ নিয়ে তীব্র সমালোচনা হয় রাজ্যজুড়ে। নিন্দা জানানো হয় দারুল উলুম দেওবন্দ থেকেও। পরের দিন শনিবার সেটিকে আবার তার পুরনো সবুজ-সাদা রঙ করে দেয় সংশ্লিষ্টরা। খবর জিনিউজের।
হজে যাওয়ার আগে এখানেই ভিসা বা অন্যান্য নথিপত্র সংক্রান্ত কাজকর্ম করেন হজযাত্রীরা।
এদিকে পুরো ঘটনার জন্য ঠিকাদারকেই দায়ি করেছেন রাজ্য হজ সমিতির সেক্রেটারি আর পি সিং।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর প্রদেশের প্রধান প্রশাসনিক কার্যালয় লালবাহাদুর শাস্ত্রী ভবনেও ‘হিন্দুত্ববাদের প্রতীক’ গেরুয়া রঙ করা হয়েছে। রাজ্যের ১০০টি প্রাথমিক স্কুলের গায়েও মাখানো হয়েছে গেরুয়া রঙ। উত্তর প্রদেশে স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের ৫০টি বাস ও বেশকিছু থানাতেও গেরুয়া রং লাগানো হয়েছে। তবে হজ হাউসে ওই রঙ করেই বড় ধাক্কা খেল যোগী সরকার।
এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা