নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১১
নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরা।
ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের গামবোরু শহরের একটি মসজিদে হামলা চালানো হয়। এর আগেও বোকো হারাম ওই এলাকায় হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মুসল্লিদের ওপর ওই হামলা চালানো হয়। আলি মুস্তফা নামের এক সাহায্যকর্মী বলেন, আমি ফজরের নামাজ আদায় করতে মসজিদের দিকে যাচ্ছিলাম। সে সময় মসজিদের ভেতর থেকে বিকট শব্দে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই।
তিনি আরও বলেন, বিস্ফোরণে মসজিদ ধ্বংস হয়ে গেছে এবং সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এর কয়েক ঘণ্টা পরে আমরা লোকজনকে সেখান থেকে উদ্ধার করি। সেখানে আমরা ১১ জনের মৃতদেহ দেখতে পাই। হামলাকারীও ওই বিস্ফোরণে নিহত হয়েছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন থেকে ধারণা করা হচ্ছে এই হামলা বোকো হারাম চালিয়েছে।
টিটিএন/পিআর