ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলি ১৬ সেনাসদস্যের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

গত বছর ইসরায়েলের সেনাবাহিনীর অন্তত ৫৫ সদস্য মারা গেছেন। এদের মধ্যে ১৬ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ইসরায়েল সেনাবাহিনীর এক পরিসংখ্যানের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পরিসংখ্যানের বরাত দিয়ে চ্যানেল ১২ বলছে, ১২ জন গাড়ি দুর্ঘটনায়, ৯ জন গুলিতে ও অন্যান্যরা শারীরিক অসুস্থতা ও ফিলিস্তিনি হামলায় নিহত হয়েছেন।

এর আগের বছর ২০১৬ সালে দেশটির ৪১ সেনাসদস্য নিহত হয়। এদের মধ্যে ১৫ সেনাসদস্য আত্মহত্যা করেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ২০০০ সালের শুরুর দিকে সেনাবাহিনীর সদস্যদের আত্মহত্যার যে হার ছিল তা বর্তমানে ৫০ শতাংশ কমেছে।

আত্মহত্যার হার কমে এলেও সেনাসদস্যদের প্রাণহানির পরিমাণ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। ২০১৬ সালে ৪১ সেনার প্রাণহানি ঘটলেও তা আগের বছরের চেয়ে বেড়েছে ৩০ শতাংশ। ২০১৫ সালে দেশটির অন্তত ৩৬ সেনাসদস্য নিহত হয়।

এসআইএস/পিআর

আরও পড়ুন