কেনিয়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬
কেনিয়ায় একটি লরি এবং একটি বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। মিয়াগা শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
উল্টো পথে যাওয়ার সময় দ্রুতগতির কারণে বাসের সঙ্গে লরির ধাক্কা লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী বিশ্বে সড়ক দুর্ঘটনার অন্যতম দেশ কেনিয়া। সেখানে অনিরাপদ রাস্তার জন্য প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
কয়েক সপ্তাহ ধরে ওই একই এলাকার নাকুরু এলডোরেট হাইওয়েতে বেশ কয়েকটি দুর্ঘটনায় কমপক্ষে ১শ জন নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নাকুরু শহরের কাছে ভোর তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
বাস এবং লরির মধ্যে দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন আরোহী ছিলেন। তারা পশ্চিমাঞ্চলীয় বুসিয়া শহরের বাসিন্দা।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, বাসের সঙ্গে লরির ধাক্কা লাগার সময় আমি ঘুমিয়ে ছিলাম। সেসময় আমি লোকজনের চিৎকার শুনতে পাই। এরপরেই আমাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
বাস এবং লরির চালক ওই দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও ছিল। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, ১৮ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ছয়জন হাসপাতালে মারা গেছেন।
টিটিএন/জেআইএম