পরমাণু কর্মসূচি নিয়ে ছয় পরাশক্তির সাথে ইরানের চুক্তি
অবশেষে ভিয়েনাতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। আলোচনায় অংশ নেয়া কূটনীতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের এই পরমাণু চুক্তির জন্য শেষ যেসব বাধা ছিল সেগুলো আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। চুক্তিতে ইরানের পরমাণু সম্পর্কিত তৎপরতা কমিয়ে আনা এবং তার পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথা বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দুজন ইরানি কূটনীতিক জানান, মঙ্গলবার সকালেই এই চুক্তিতে পৌঁছেছে তারা। তারা বলেন, এই চুক্তিতে পরমাণু সাইটগুলোতে পর্যবেক্ষণের ব্যাপারে একটি সমঝোতা হয়েছে। তারা জাতিসংঘের পর্যবেক্ষক দলকে সেনাবাহিনীর স্থাপনাগুলাতে পর্যবেক্ষণের অনুমতি দেবে। কিন্তু ইরান প্রবেশের ব্যাপারে যেকোন অনুরোধের চ্যালেঞ্জ করতে পারবে।
এই সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি এবং ইরানের মধ্যে এই আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। কিন্তু ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যেই তারা এই কর্মসূচি চালিয়ে আসছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার