ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোর মাদক সম্রাটকে ধরতে পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৪ জুলাই ২০১৫

জেল থেকে পালানো মেক্সিকোর মাদক চোরাচালান চক্রের মূলহোতা জোয়াকিন এল চ্যাপোকে ধরতে ৩৮ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মাদক চোরাচালান চক্রের এই মূলহোতা শনিবার দেশটির একটি কারাগার থেকে পালিয়ে যায়। কারাগারের ভেতরে প্রায় দেড় কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করে তিনি পালিয়ে যান।

দেশটির অ্যাটর্নি জেনারেল সিএনএনকে বলেন, মেক্সিকো সরকার এল চ্যাপোকে ধরতে ৩৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া তার একটি ছবিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে দেশটির একজন মন্ত্রী বিবিসিকে জানান, কুখ্যাত এই মাদক সম্রাটকে পালাতে সহায়তা করার অভিযোগে কারাগারের উর্ধ্বতন তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এসআইএস/পিআর