ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ায় হামলা চালিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বুধবার একটি সুপারমার্কেটে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়। খবর বিবিসি।

আইএসের মুখপত্র আমাক নিউজে বলা হয়েছে, আইএস ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে। তবে তারাই যে সেখানে হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ সেখানে দেখান হয়নি।

পেরেকরেস্তক সুপারমার্কেটে স্থানীয় সময় বুধবার রাতের ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সম্প্রতি সাজা ঘোষণা করেছেন পুতিন। শুক্রবারই একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দিয়েছে কয়েক হাজার মানুষ। এর আগেও প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছেন যে, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন