চীনে মুসলিমসহ সংখ্যালঘুদের পাসপোর্ট প্রদানে কড়াকড়ি
তিব্বতি ও মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু উপজাতির ভ্রমনের জন্য পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে চীনা সরকার। সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, চীনা পর্যটকদের ভ্রমনের ক্ষেত্রে পাসপোর্ট প্রদানে দুই স্তরবিশিষ্ট একটি পদ্ধতি চালু করেছে চীনা প্রশাসন- একটি হলো, দেশটির সংখ্যাগরিষ্ঠ জাতি অধ্যুষিত জনবহুল অঞ্চলগুলোর জন্য এবং অপরটি হলো, দেশটির তিব্বতি ও মুসলিম সংখ্যালঘুদের আদিবাসি এলাকাগুলোর জন্য।
প্রতিবেদনে এইচআরডব্লিউ’র চীনের পরিচালক সোফি রিচার্ডসন বলেন, ‘যদি আপনি একজন ধর্মীয় সংখ্যালঘু হন এবং দেশটির এমন এক অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, যেখানকার অধিকাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের- তাহলে আপনার জন্য পাসপোর্ট পাওয়া অসম্ভব।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, চীনের ১০ শতাংশেরও কম স্থানীয় প্রশাসন এই প্রাচীন ও ধীরগতির পদ্ধতিটি ব্যবহার করে। ওই প্রশাসনাধীন অধিকাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের।
থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশের জন্য গত বছর কয়েকশ’ উইঘুর আটক করা হয়েছিল, চীনে সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হয়েই তারা পালানোর চেষ্টা করেছিলেন বলে মনে করে মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে, ইসলামী রাষ্ট্রের উত্থান এবং চীনা নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্টির সঙ্গে যুক্ত হলে এর নেতিবাচক প্রভাব দেশটির পশ্চিমাঞ্চলের উইঘুর সম্প্রদায়ের উপর পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করছে দেশটি।
এসকেডি/আরআই