ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সেনা হেফাজতেই থাকতে হচ্ছে সেই ফিলিস্তিনি কিশোরীকে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

এক ফিলিস্তিনি কিশোরীর হাতে দুই সেনার চড় খাওয়ার ভিডিও ভাইরাল হওয়া ও এরপর বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি সেনা আদালত ওই কিশোরী ও তার মায়ের সেনা হেফাজতে থাকার মেয়াদ বাড়িয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, আহমেদ তামিমিকে (১৬) তার মা নরিমনের (৪৩) সঙ্গে সোমবার পর্যন্ত সেনা হেফাজতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে তার আত্মীয় নূরকে রোববার ছেড়ে দেয়া হবে যদি এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ না পাওয়া যায়।

তাদের আটকের প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীরে সেনা কারাগারের সামনে বেশ কয়েকজন ফিলিস্তিনি বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে ইসরায়েলি সেনারা।

তামিম ও তার মাকে ১৯ ডিসেম্বর আ্টক করা হয়। তামিমিকে নিয়ে আগেও বিতর্ক হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, উসকানি দিতে তামিমির পরিবার সুপরিকল্পিতভাবে তাকে ব্যবহার করছে।

ইসরায়েল দুই সেনাকে লাথি চড় মারার ভিডিও ছড়িয়ে পড়ার পর ১৬ বছর বয়সী ওই কিশোরীকে ফিলিস্তিনিদের আইকন বলা হচ্ছে।

এনএফ/আইআই

আরও পড়ুন