সহিংসতা হ্রাসে কলম্বিয়ান সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে সমঝোতা
সহিংসতা হ্রাসে কলম্বিয়ান সরকার ও বামপন্থী ফার্ক বিদ্রোহীদের মধ্যে রোববার বড়ো ধরণের সমঝোতা হয়েছে। হাভানায় কূটনীতিকরা এ কথা জানান।
আর একে হাভানায় উভয়পক্ষের মধ্যে বন্ধ হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরুর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাভানায় উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনা ২০১২ সালের নভেম্বরে শুরু হয়। কিন্তু সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় এ আলোচনা বন্ধ হয়ে যায়।
বুধবার ফার্ক বলেছে, তারা একমাসের একতরফা অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে। ২০ জুলাই থেকে এটি কার্যকর হবে।
এদিকে রোববার সরকার গেরিলা গ্রুপটির বিরুদ্ধে তাদের অভিযান সীমিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। শান্তি আলোচনা শুরুর পর এ প্রথম সরকার এ উদ্যোগ নিল।
শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী কিউবা ও নরওয়ের কুটনীতিকরা এক যৌথ বিবৃতিতে জানান, ফার্ক বিদ্রোহীদের সহিংসতা বন্ধের পাল্টা ব্যবস্থা হিসেবে কলম্বিয়ান জাতীয় সরকার ২০ জুলাই থেকে সামরিক অভিযান সীমিত করবে। এছাড়া শান্তি আলোচনা পুনরায় শুরুর পদক্ষেপকে উভয়পক্ষই স্বাগত জানিয়েছে।
একে/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা