ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্রিমিয়ায় গাঁজার দ্বীপ!

প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৩ জুলাই ২০১৫

ক্রিমিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃত্রিমভাবে তৈরি একটি দ্বীপে গাঁজা উৎপাদনের এক খামারের সন্ধান পেয়েছে পুলিশ। রাশিয়ার একটি ওয়েবসাইটের খবরে বলা হয়, দুই হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত খামারটিতে প্রায় ৫০০টি গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়।

এই গাছগুলো যেন মানুষের চোখে না পড়ে সে জন্য দু`পাশে পরিকল্পিতভাবে উঁচু উঁচু অন্য সব গাছের সারি রাখা হয়েছিল। দ্বীপটি সিভাশ এলাকায় একটি অগভীর হ্রদের মধ্যে অবস্থিত।

খামারটি পাহারা দেয়া জন্য অনেক রক্ষীও ছিল। এদেরকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, গাঁজার গাছগুলো প্রায় এক মানুষ সমান লম্বা ছিল।

এ খবর প্রকাশের পর রাশিয়ার সংবাদ মাধ্যম দ্বীপটিকে `ক্যানাবিস আইল্যান্ড` বলে আখ্যায়িত করেছে।

পুলিশের মুখপাত্র ইয়েলেনা আলেকসেসিয়েভা বলেছেন. বাজারে এই গাঁজার আনুমানিক দাম প্রায় ৩৫ লাখ ডলার। টুয়েন্টি ফোর নামের একটি টিভি চ্যানেল জানিয়েছে, সবগুলো গাছই ধ্বংস করে ফেলা হয়েছে।

বিএ/এমএস