ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিপজ্জনক খাবারের চ্যালেঞ্জ না নিতে সতর্কবাণী চীনে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

বৈদ্যুতিক বাতির আদলে মিষ্টি কিংবা ড্রিল মেশিনের মাথায় বসানো ভুট্টার ছড়া খাওয়ার মতো বিচিত্র সব ‘অনলাইন চ্যালেঞ্জের’ হিড়িক পড়েছে চীনে। এসব দেখে চিকিৎসকরা লোকজনকে সতর্ক করে দিয়েছেন।

শিবু অনলাইন নামে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটি বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা এক ধরনের টফি-জাতীয় মিষ্টি কিনছে, যা চিনি দিয়ে তৈরি এবং এর আকৃতি বৈদ্যুতিক বাতির মতোই। যার ব্যাস আনুমানিক ৬ সেন্টিমিটার।

china-2

মুখ হা করে সেই মিষ্টি মুখে পরে দেয়ার চেষ্টার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। সেখানে চ্যালেঞ্জ হলো, তারা এই বাল্ব-আকৃতির মিষ্টি নিজেদের মুখে ভরতে পারেন কিনা।

কিন্তু চিকিৎসকরা এই চ্যালেঞ্জে অংশ না নেয়ার জন্য লোকজনের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলছেন, এসব কাজের ফলে মিষ্টি গলায় আটকে যাওয়া বা শ্বাসরোধের মত বিপদ ঘটতে পারে। যার ফলে ওই ব্যক্তির মৃত্যুও হতে পারে।

এ ছাড়া সেগুলোতে এতো বেশি মাত্রায় চিনি রয়েছে, যা ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

সূত্র : বিবিসি

কেএ/জেআইএম

আরও পড়ুন