সৌদিতে পাঁচ সপ্তাহে গ্রেফতার আড়াই লাখ প্রবাসী
সৌদি আরবের বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে গত পাঁচ সপ্তাহে সর্বমোট দুই লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে আরও ৪১ হাজার প্রবাসীকে।
গত ১৫ নভেম্বর থেকে ওই অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজার নয়শ ৯৭ জনকে গ্রেফতার করা হয় বাসিন্দা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে।
এছাড়া ৮৩ হাজার একশ ৫১ জনকে গ্রেফতার করা হয় শ্রম আইন লঙ্ঘনের দায়ে এবং সীমান্ত সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে আরও ৩২ হাজার নয়শ ৩৮ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। অভিযানে অংশ নেয়া সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে গণমাধ্যমটি।
তিন হাজার একশ ৫৬ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়। তাদের মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক।
এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরে পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার তিনশ ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে বিমানের টিকটের জন্য অপেক্ষা করছে তারা।
সূত্র : সৌদি গেজেট
কেএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা