ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রতিশ্রুতি বাস্তবায়নে নিশ্চয়তা চায় ইউরোজোন

প্রকাশিত: ০৪:০৮ এএম, ১২ জুলাই ২০১৫

বেইলআউটের অর্থ পাওয়ার পর গ্রিস তাদের প্রতিশ্রুত সংস্কার কর্মসূচীর বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেশি নিশ্চয়তা চাইছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। খবর বিবিসির।

গ্রিসের বিষয়ে বেইলআউট চুক্তি নিয়ে ইউরো জোনের ১৮টি দেশের অর্থমন্ত্রীদের আট ঘণ্টার বেশি সময় আলোচনার পর তেমন ইঙ্গিত পাওয়া গেছে।

তবে এখনো তারা কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় রোববার সকালে আবার আলোচনা শুরু হবে।

রোববার বিকালের দিকে ইউরো জোনের শীর্ষনেতাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেই তাদের মতামত তুলে ধরতে হবে।

ব্রাসেলসে ওই আলোচনায় গ্রিক অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটোস অন্যদের আস্থা অর্জনের চেষ্টা করছেন যে, অর্থ সহায়তা পেলে তার সরকার প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করতে পারবে।

ইউক্লিড সাকালোটোস আশাবাদী, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই একটি সমঝোতা হবে। তবে ইউরো গ্রুপের প্রধান জেরোন ডিজসেলব্লোম বলছেন, আলোচনার এখনো অনেক বিষয় বাকি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তাকে বরাত দিয়ে করে এপি জানিয়েছে, পুরো আলোচনায় এমন একটি পরিবেশ ছিল যে, গ্রিসের এই প্রস্তাবটি অনেক দেরি কিন্তু অনেক সীমিত একটি প্রস্তাব। বেইলআউটের অর্থ পেতে হলে এথেন্সকে আরো বেশি আগ্রহ দেখাতে হবে।

জানা গেছে, ওই প্রস্তাবের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে ফিনল্যান্ড। জার্মানিও চাইছে, সাময়িকভাবে গ্রিসকে ইউরো জোনের বাইরে রাখা হোক। তবে ওই প্রস্তাবে রাজি নয় ফ্রান্স ও ইউরোপের আরো কয়েকটি দেশ।

এসকেডি/এমএস