‘মেলবোর্নের হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা’
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনা ভয়ংকর অপরাধ, কিন্তু তা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মালকোলম টার্নবুল। বৃহস্পতিবারের ওই হামলায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। খবর বিবিসি।
ফ্লিনডার স্ট্রিটে ৩২ বছর বয়সী এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী একজন জানান, হামলা চালানো গাড়িটি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে চালানো হয়েছে।
জিম স্টোউপাস নামের ওই প্রত্যক্ষদর্শী অারও জানান, গাড়ি চালিয়ে আসার সময় গতি কমানোর মতো ঘটনা ঘটেনি। যখন ভিড়ের মধ্যে গাড়িটি উঠে যায়, ওই সময় পাশের একটি দোকানে ছিলেন তিনি। সেখান থেকেই ঘটনাটি দেখেছেন জিম।
পুলিশ জানিয়েছে, গাড়ি চালক মানসিকভাবে অসুস্থ এবং তার মাদকাসক্ত ছিলেন। তবে তার সঙ্গে চরমপন্থীদের কোনো সংযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকেই ওই চালককে আটক করে পুলিশ। তিনি আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। কি কারণে তিনি ওই হামলা চালিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।
টিটিএন/পিআর