ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

২৫ বছর আগের সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তান জন্ম!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭

২৫ বছর ধরে সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তান জন্ম দিয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের একজন তরুণী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ওই তরুণীর নাম টিনা গিবসন।

বিশেষজ্ঞরা বলছেন, এটাই সবথেকে বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সন্তান জন্ম দেয়ার ঘটনা। এর আগে ২০ বছর ধরে সংরক্ষিত একটি ভ্রূণ থেকে শিশুর জন্ম দিয়েছিলেন একজন। এবার সেই রেকর্ড ভেঙে গেল।

জানা গেছে, ১৯৯২ সালের ১৪ অক্টোবর ওই ভ্রূণটি সংরক্ষণ করা হয়। সম্প্রতি সেই ভ্রূণ থেকেই সন্তানের জন্ম দিয়েছেন টিনা।

টিনার স্বামী বেঞ্জামিন গিবসন দীর্ঘদিন ধরেই সিস্টিক ফাইব্রোসিস রোগে ভুগছেন। এই রোগে সাধারণত রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। ক্রমাগত কাশি, ওজন কমে যাওয়া, সর্বক্ষণ দুর্বল থাকার মতো লক্ষণগুলো দেখা যায়।

টিনার পক্ষে তাই সন্তানের জন্ম দেয়া সম্ভব হয়নি। সন্তান দত্তক নিলেও টিনা ভীষণভাবে নিজের সন্তান জন্ম দিতে চাইছিলেন।

সে কারণে চলতি বছরের ১৩ মার্চ তিনি ভ্রূণদান কেন্দ্র থেকে ভ্রূণটি নেন। ২৫ নভেম্বর তিনি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যাসন্তানটির নাম রাখা হয়েছে এমা রেন গিবসন। জানা গেছে, সে সুস্থই আছে।

টিনা জানিয়েছেন, এই ঘটনা বিশ্বরেকর্ড কি না জানি না, তবে আমি সন্তানের জন্ম দিতে মরিয়া হয়ে উঠেছিলাম। আমার বয়স ২৬ বছর, যে ভ্রূণ থেকে আমার সন্তানের জন্ম হয়েছে, তার বয়স ২৫। যদি ঠিক সময়ে সেটি থেকে বাচ্চাটির জন্ম হতো, আমি আর ও খুব ভাল বন্ধু হতে পারতাম।

কেএ/আইআই

আরও পড়ুন