ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুই বছরে সর্বোচ্চ পাম অয়েল রফতানি করেছে মালয়েশিয়া

প্রকাশিত: ১২:২৬ পিএম, ১১ জুলাই ২০১৫

গত দুই বছরে সর্বোচ্চ পরিমাণ পাম ওয়েল রফতানি করেছে এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটি থেকে চলতি বছরের জুনে ১৬ লাখ ৯৭ হাজার ২৫৬ টন পাম অয়েল রফতানি হয়েছে, যা ২০১২ সালের অক্টোবরের পর সর্বোচ্চ বলে মালয়েশিয়া পাম অয়েল বোর্ড (এমপিওবি) জানিয়েছে।

এমপিওবির তথ্য মতে, এ বছরের মে মাসে দেশটি থেকে ১৬ লাখ ১৩ হাজার ৫৬৬ টন পাম অয়েল রফতানি হয়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশটির পাম অয়েল রফতানি পাঁচ দশমিক দুই শতাংশ বেড়েছে।

গত মাসে মালয়েশিয়ায় ১৭ লাখ ৬৩ হাজার ৯২৮ টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হয়েছে। এর পরিমাণ পূর্ববর্তী মাসে ছিল ১৮ লাখ ১০ হাজার ৭০৯ টন।

অর্থাৎ চলতি বছরের মে মাসের তুলনায় জুনে মালয়েশিয়া পাম অয়েলের উত্পাদন ২ দশমিক ৬ শতাংশ কমেছে।

এদিকে গত মাসের শেষের দিকে চার দশমিক তিন শতাংশ কমে দেশটিতে ২২ লাখ টন পাম অয়েল মজুদ রয়েছে।

বিএ/আরআইপি